শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচংয়ে একদিনে পৃথক স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে একদিনে ৩টি মররেদহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (৬ জুলাই) পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এ মরদেহ ৩টি উদ্ধার করে। উদ্ধারকৃতরা হচ্ছে- উপজেলা সদরের ১নং উত্তর পশ্চিম ইউনিয়নের কামালখানী এলাকার বাড়ির পাশে হাওর থেকে রুমা আক্তার (২৬), আড়িয়ামুগুড় এলাকা থেকে সিপ্রা রাণী দাসের (২২) ঝুলন্ত অবস্থায় এবং পানির নিচে তলিয়ে যাওয়া নৌকার মাঝি চান মিয়া (৩২)।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় হাওরের মাঝে নৌকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে পানিতে পড়ে নিখোঁজ হন মাঝি চান মিয়া। পরে স্থানীয়রা জাল ফেলে মরদেহ উদ্ধার করতে না পেরে গতকাল সকালে ফায়ার সার্ভিসের ডুবুরী দল হলিমপুর হাওর থেকে চান মিয়ার মরদেহ উদ্ধার করে। চান মিয়া বাথাকান্দী গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে। এদিকে উপজেলা সদর কামালখানি এলাকায় হাওরের পানিতে ডুবে মারা যায় প্রতিবন্ধী রুমা আক্তার। সে কামালখানী এলাকার আব্দুল মন্নাফ মেয়ে। সকালে ঘুম থেকে উঠে সে বাড়ীর বাহিরে যায়। তারপর স্থানীয় লোকজন তার মরদেহ পানিকে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। অপরদিকে একই উপজেলার আড়িয়ামুগুড় এলাকার শিপ্রা রাণী দাসের ঝুলন্ত মরদেহ তার বসত ঘর থেকে উদ্ধার করেছে। শিপ্রা রাণী একই এলাকার রাম লাল মোহন দাসের মেয়ে। পুলিশ আরো জানায়, শিপ্রা রাতে সবার সাথে খাওয়া দাওয়া করে তার শয়ন কক্ষে ঘুমাতে যায়। সকালে তার উঠতে দেরী হওয়া পরিবারের লোকজন ডাকাডাকি করে। এ সময় ঘরের তীরের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে বানিয়াচং থানার পুলিশ পরির্দর্শক (তদন্ত) আবু হানিফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com