স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মাহমুদা আক্তার নামে এক প্রতারকে কারাদণ্ড দিয়েছে আদালত। সে চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের তারাসুল প্রকাশ রুদ্র পুর গ্রামের আবুল কালামের স্ত্রী। যুগ্ম দায়রা জজ মিথিলা ইসলাম আসামিকে দোষী সাব্যস্ত করে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ৬ লক্ষ টাকা অর্থদন্ড প্রধান করেন। রায় প্রদান কালে আসামি পলাতক ছিল। জান যায়, ২০১৯ সালে ১ ডিসেম্বর আসামি মাহমুদ আক্তার তারা মিয়া কাছ থেকে ৩ লক্ষ টাকা কর্জ নেয় একটি চেক প্রদান করেন। চেক ডিজঅনার করে তারা মিয়া আদালতে মামলা দায়ের করেন। সাক্ষী প্রমান শেষে বিঙ্গ আদালত এ রায় প্রদান করেন।