স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা টাইলস মিস্ত্রী কল্যাণ সংগঠনের নির্বাচন বর্জন করেছেন ১৫০জন সদস্য। গতকাল বৃহস্পতিবার সংবাদপত্রে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞতিতে বলা হয় যে, আগামী ৬ জুলাই শনিবার হবিগঞ্জ জেলা টাইলস মিস্ত্রী কল্যাণ সংগঠনের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এটি একটি পাতানো নির্বাচন। আর এই পাতানো নির্বাচন বাস্তবায়ন করার জন্য সংগঠনের পরিপন্তি বেশ কিছু নিয়মনীতি নির্ধারণ করা হয়েছে, যাহা কোনভাবে কাম্য নয়। এমতাস্থায় সংগঠনের ২১১ জন সদস্য্যের মধ্যে ১৫০ জন সদস্য নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তারা আরো বলেন, নির্বাচনে সংগঠনের সকল সদস্যের মতামতকে উপক্ষো করা হয়েছে। এছাড়া বেশ কিছু বিষয়াদি অমিমাংসিত রয়েছে। যা নিয়ে সংগঠনের সদস্যদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এমতাবস্থায় আমরা এই নির্বাচন বর্জন করলাম।
বিজ্ঞপ্তিতে টাইসল মিস্ত্রিদের পক্ষে স্বাক্ষর করেন সংগঠনের সদস্য মাসুক মিয়া, সেলিম আহমেদ ও সাইফুল ইসলাম।