স্টাফ রিপোর্টার ॥ দক্ষিণ কোরিয়ার স্মার্ট লাইফ সপ্তাহে আমন্ত্রণ পেয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। স্মার্ট সিটি গড়ে তুলতে ব্যতিক্রমী ও সর্বাত্মক প্রচেষ্টার কারণে তাকে ঐ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। আগামী অক্টোবর মাসে সিউলের কোএক্সে প্রথমবারের মতো এ সপ্তাহ পালিত হবে। তথ্য ও প্রযুক্তির ব্যবহারে নাগরিকদের জীবনমান উন্নয়নে ওই অনুষ্ঠানের আয়োজন করেছে সিউল মেট্রোপলিটন গভর্নমেন্ট, উইগো ও সিউল ডিজিটাল ফাউন্ডেশন। সিউলের মেয়র ওহ সি হুন স্বাক্ষরিত এক পত্রে মেয়র আতাউর রহমান সেলিমকে এই আমন্ত্রণ জানানো হয়।
উল্লেখ্য হবিগঞ্জ পৌরসভার কর্মকান্ড ও পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার সিউলে তুলে ধরেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী।