প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে আগামীকাল বুধবার (৩ জুলাই) বিকেল ৪ টায় বিক্ষোভ শহরের চিলড্রেন পার্ক চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ডাঃ সাখাওয়াত হাসান জীবন। বিশেষ অতিথি থাকবেন বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। সমাবেশে সভাপতিত্ব করবেন হবিগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও সাবেক এমপি শাম্মী আক্তার। খালেদা জিয়ার মুক্তির দাবীতে আয়োজিত সমাবেশে হবিগঞ্জ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।