মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মোছাঃ শাহেনা বেগম (৫৫), নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২ জুলাই) সকালে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শংকরসেনা গ্রামের কনর মিয়ার স্ত্রী মোছাঃ শাহেনা বেগমের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিজ বসত ঘরের মাটির দেওয়ালে লাগানো বৈদ্যুতিক মিটারটি মাটির দেওয়াল সহ ভেঙ্গে পড়ে যায়। শাহানা বেগম মাটি পরিষ্কারের সময় বৈদ্যুতিক মিটারের তারের সাথে বিদ্যুৎ স্পষ্ট হয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তার আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী।