স্টাফ রিপোর্টার ॥ কোনো ভারী বর্ষণ নয়, টিপটিপ বৃষ্টির শুরুতেই বিদ্যুত চলে যায় শহরের শায়েস্তানগর, রাজনগরের একাংশ, সিনেমা হল, সবুজবাগ, মোহনপুরসহ বিভিন্ন এলাকার। দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে টিপটিপ বৃষ্টি বন্ধ হয়ে গেলেও বিদ্যুত দেয়া হয় ৫টার জন্য। ১ ঘন্টা দেয়ার পর ৬টার দিকে আবার নিয়ে যাওয়া হয় উল্লেখিত এলাকার বিদ্যুত। যা রাত ১১টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত আসেনি। এ বিষয়ে বিদ্যুত অফিসের জরুরি নম্বরে বারবার ফোন দিলেও কেউ রিসিভ করেনি। তবে নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করলে তিনি কোনো সুদোত্তর দিতে পারেননি। গ্রাহকরা এ বিষয়ে বিদ্যুত কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করছেন। একবার বিদ্যুত চলে গেলেও তারা কোথায় ত্রুটি আছে দেখেন না। ঘন্টার পর ঘন্টা ফোন করার পর কিংবা অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করলে তারা গাড়ি নিয়ে মেরামতের জন্য বের হন। অথচ একেকজন চাকরি করে অবৈধভাবে লাখ লাখ টাকার মালিক হয়েছেন। জানা যায়, সকাল থেকে হবিগঞ্জ শহরে সৃষ্টি হয় টিপটিপ বৃষ্টি। যা দুপুর পর্যন্ত চলে। গ্রাহকদের অভিযোগ, বৃষ্টি বন্ধ হয়ে গেলেও বিদ্যুত বিভাগ উল্লেখিত এলাকার বিদ্যুত সংযোগ যে বন্ধ করে দেয় তা আর স্বাভাবিক হয়নি। ভুক্তভোগীরা বলছেন, বিদ্যুৎ সাশ্রয়ের নামে হবিগঞ্জ জেলা জুড়ে শুরু হয়েছে বিদ্যুতের এই অনিয়মতান্ত্রিক ভেলকিভাজি। বিদ্যুত না থাকায় শহরের মানুষজন গোসল, নামাজসহ দৈনন্দিন কাজ করতে পারছেন না। শিশু থেকে বৃদ্ধরা পড়েন বেশি দূর্ভোগে। এ ছাড়া টিভি, ফ্রিজসহ ইলেক্ট্রিক সামগ্রী নষ্ট হওয়ার উপক্রম শুরু হয়েছে। এ বিষয়ে গ্রাহকরা বিদ্যুত বিভাগের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।