স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার কেশবপুর বাজার থেকে নানু মিয়া (৪৫) নামের দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত সোমবার গভীর রাতে সদর মডেল থানার এসআই শিবলু মজুমদারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে সদর উপজেলার ভাদুপাশা গ্রামের মৃত জমসেদ মিয়ার পুত্র। গতকাল মঙ্গলবার বিকালে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।