স্টাফ রিপোর্টার ॥ রোটারী ক্লাব অব হবিগঞ্জ এর ২০২৪-২৫ মেয়াদের নতুন বোর্ড অব ডিরেক্টরস দায়িত্ব গ্রহণ করেছে। শনিবার রাতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট কলার হস্তান্তর ও রোটারী ইয়ার এন্ডিং অনুষ্ঠানে সদ্যবিদায়ী প্রেসিডেন্ট আব্দুল আউয়াল তালুকদারের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন নয়া প্রেসিডেন্ট এ এস এম মহসিন চৌধুরী। পরে ক্লাব প্রেসিডেন্ট মহসিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২৪-২৫ বর্ষের নতুন বোর্ড অব ডিরেক্টরস ঘোষণা করা হয়। নতুন বোর্ড অব ডিরেক্টরসরা হলেন আইপিপি আব্দুল আউয়াল তালুকদার, প্রেসিডেন্ট ইলেক্ট অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, ভাইস প্রেসিডেন্ট পিপি রেজাউল মুহিত খান, ভাইস প্রেসিডেন্ট পিপি মো. মোদারিছ আলী টেনু, সেক্রেটারি সৈয়দ মহিদুল হাসান সুজন, জয়েন্ট সেক্রেটারি শেখ জামাল মিয়া, ট্রেজারার অনজন রায়, ক্লাব সার্ভিস ডিরেক্টর পিপি মিজানুর রহমান শামীম, ভোকেশনাল সার্ভিস ডিরেক্টর পিপি ফজলুর রহমান লেবু, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর পিপি শফিকুল বারী আউয়াল, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর সি পি শহীদ উদ্দীন চৌধুরী, ইয়্যুথ সার্ভিস ডিরেক্টর অ্যাডভোকেট কনক জ্যোতি সেন রাজু, চিফ সার্জেন্ট এট আর্মস পিপি ফণি ভূষন দাশ, সার্জেন্ট এট আর্মস দিবাকর পাল পি এইচ এফ, ক্লাব ফ্যাসিলেটর পি পি পূণ্যব্রত চৌধুরী, ক্লাব ফ্যাসিলেটর পিপি বাদল কুমার রায়, বুলেটিন এডিটর প্রশান্ত কুমার দাশ, বুলেটিন এডিটর সাংবাদিক প্রদীপ দাশ।
৩ বছর মেয়াদী স্ট্যান্ডিং কমিটি চেয়ার হলেন- ক্লাব এডমিন চেয়ার পিপি এম এ রাজ্জাক, মেম্বারশীপ চেয়ার পিপি আলহাজ্ব এম এ শহীদ সালেহ, পাবলিক রিলেশন চেয়ার পিপি সফিকুল ইসলাম সেলিম পিএইচএফ, রোটারী ফাউন্ডেশন চেয়ার পিপি জগদীশ চন্দ্র মোদক, সার্ভিস প্রজেক্ট চেয়ার ডাক্তার মো. আসিকুল মোহিত খান। সভায় রোটারী বছর ও নতুন কমিটিকে স্বাগত জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শহীদ উদ্দীন চৌধুরী, ফনীভূষন দাশ, শফিকুল বারি আওয়াল, পূণ্যব্রত চৌধুরী, রেজাউল মোহিত খান, সুখলাল সূত্রধর, বাদল কুমার রায়, এম তবারক আলী লস্কর, সৈয়দ আফজাল প্রেসিডেন্ট খোয়াই, হাফিজুর রহমান সুমন প্রেসিডেন্ট সেন্ট্রাল, মিজানুর রহমান শামীম, এএসএম মহসীন চৌধুরী, আব্দুল আওয়াল তালুকদার, মোহাম্মদ শাহীন, প্রশান্ত কুমার দাশ, শওকত আরা চৌধুরী, প্রদীপ দাশ, ডাক্তার সমীর প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- অন্যান্য রোটারিয়ানবৃন্দ, রোটারী লেটস, এনস, রোটারেক্টরস, ইন্টার্যাক্টরস ও অতিথিবৃন্দ।