সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ খোয়াই নদীর ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম ও ফসলি জমি লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ চুনারুঘাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা ॥ আঞ্চলিক প্রেসক্লাবের নিন্দা শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৈয়মুর ইসলাম বদলী হামলা-লুটপাটের ঘটনার ১০ বছর পর নবীগঞ্জে আ.লীগের ২৬ নেতার বিরুদ্ধে জামায়েত নেতার মামলা নবীগঞ্জের দিনারপুরে ছুটির দিনে রাতভর পাহাড় কাটে সুযোগ সন্ধানী পাহাড়খেকোরা চুনারুঘাটে মোটর সাইকেল দুর্ঘটনায় শায়েস্তাগঞ্জের ২ যুবক নিহত জয়নগর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের লুন্ঠনকৃত ১৩টি ল্যাপটপ ফেরত দেয়া হয়েছে

পৌরসভার মাসিক সভায় মেয়র সেলিম শহরকে যানজটমুক্ত করতে রাস্তার পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হবে

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে রাস্তার পাশে অবৈধ দোকানপাট, নির্মাণসামগ্রী ও মালামাল অপসারণ করতে হবে। হবিগঞ্জ পৌর পরিষদের মাসিক সভায় এমনই মতামত প্রকাশ করেছেন বক্তারা। বৃহস্পতিবার বেলা ২ টায় হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে পৌর পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন- হবিগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে হবিগঞ্জ পৌরসভার চলমান কর্মসূচীকে আরো বেগবান করতে হবে। রাস্তায় টমটম, অটোরিক্সাসহ যানবাহন চলাচলে শৃংখলা বজায় রাখা সহ ফুটপাত দখলমুক্ত করতে হবে। তারা বলেন হবিগঞ্জ শহরের জেলা সদর হাসপাতালের সামনে, মুক্তিযোদ্ধা চত্তর, কুশিয়ার হাটা, খোয়াই ব্রীজ এলাকা, কামড়াপুর, খোয়াই নদীর উত্তরপাড়, বানিজ্যিক এলাকা, কোর্ট স্টেশন রোড, পৌরবাস টার্মিনাল এলাকা, শায়েস্তানগর তেমুনিয়াসহ বিভিন্ন এলাকায় রাস্তার পাশের ভাসমান দোকানপাট, অবৈধ স্থাপনা, ইট, বালু, মাটিসহ নির্মাণ সামগ্রী, সাইনবোর্ড, দোকানের মালামাল ইত্যাদির কারনে যানজট সৃষ্টি হয়। এই এলাকাগুলো ছাড়াও পৌর এলাকার যেখানেই রাস্তার পাশে প্রতিবন্ধকতা পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা প্রয়োজন। সভায় শহরের যানজট নিরসনের ব্যাপারে নানা মতামত ও পরামর্শ উপস্থাপন করা হয়। নাম্বার প্লেইটবিহীন কোন টমটম যাতে শহরে না প্রবেশ করতে পারে সে ব্যাপারে জোর দেয়া হবে। সভায় বলা হয় ইতিমধ্যে অটোরিক্সাগুলোকে নাম্বার দেয়ার ব্যাপারে এবং ভাড় নির্ধারনে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়নের জন্য উপকমিটি গঠন করা হয়েছে। মাসিক সভায় হবিগঞ্জ শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক বাতি, বৃক্ষ রোপন কার্যক্রম, বাজার ব্যবস্থাপনা, ট্রেড লাইসেন্স, স্বাস্থ্য সেবা, পানি সরবারাহ সহ নানা বিষয়ে আলোচনা হয়। সাথে সাথে ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলে ভ্যানগাড়ীতে দেয়া ও নির্দিষ্ট স্থানে ফেলার ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। সভায় পৌর কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন- মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, আলাউদ্দিন কদ্দুছ ও সফিকুর রহমান সিতু।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com