স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার উচাইল কবরস্থান থেকে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে সদর থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের নির্দেশে এসআই শিবলু মজুমদারের নেতৃত্বে পুলিশ ওই স্থান থেকে চারিনাও গ্রামের ফুল মিয়ার পুত্র কামাল মিয়া (৩০) ও আলী হোসেনের পুত্র আমিনুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় এক ডজন ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। এতোদিন আত্মগোপনে ছিলো। গতকাল বিকালে তাদের কারাগারে প্রেরন করা হয়।