শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মচারী, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোছাঃ জিলুফার সুলতানা। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা। এ সময় আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন মিয়া, ভাইস চেয়ারম্যান মিলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার রেফা, অফিসার ইনচার্জ ডালিম আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ইকবাল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃদাঃ) ডা. ফারজানা পারভীন, উপজেলা প্রকৌশলী আহমেদ তানজিদ উল্লাহ সিদ্দিকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল, কৃষি কর্মকর্তা লুৎফে আল মুইজ, সমবায় কর্মকর্তা দেবাশীষ দেব, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিবুল ইসলাম সাবেক, মুক্তিযুদ্ধা কমান্ডার কাজল চৌধুরী, মোঃ লাল মিয়া, সদর ইউপি চেয়ারম্যান মোবারুল হোসেন, জলসুখা ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, শিবপাশা ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার, প্রেসক্লাব সভাপতি শেখ আমির হামজা, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এছাড়াও সভায় এলাকার জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা, ব্যাবসায়ী প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে জেলা প্রশাসক সকলের উদ্দেশ্যে বলেন আপনারা আজমিরীগঞ্জকে কেমন আজমিরীগঞ্জ হিসেবে দেখতে চান? তখন বক্তারা নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তো দিয়ে যেমন মালা হয় না তেমনি আমাদের সমাজের সকলকে এক হয়ে এক সাথে কাজ করে গেলে আজমিরীগঞ্জকে একটি উন্নত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবো। জেলা প্রশাসক বলেন- আমার মনে হয় আজমিরীগঞ্জে মাছের খনি রয়েছে সেটাকে আমরা সঠিক ব্যাবস্থাপনায় কাজে লাগিয়ে উন্নতি সাধন করতে হবে। তিনি আরও বলেন আমাদের যা আছে তাই নিয়ে আমরা এগিয়ে যাবো। পরে জেলা প্রশাসক বক্তাদের দাবির বিষয়ে আলেকপাত করে আশ্বস্থ করেন।