সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ খোয়াই নদীর ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম ও ফসলি জমি লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ চুনারুঘাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা ॥ আঞ্চলিক প্রেসক্লাবের নিন্দা শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৈয়মুর ইসলাম বদলী হামলা-লুটপাটের ঘটনার ১০ বছর পর নবীগঞ্জে আ.লীগের ২৬ নেতার বিরুদ্ধে জামায়েত নেতার মামলা নবীগঞ্জের দিনারপুরে ছুটির দিনে রাতভর পাহাড় কাটে সুযোগ সন্ধানী পাহাড়খেকোরা চুনারুঘাটে মোটর সাইকেল দুর্ঘটনায় শায়েস্তাগঞ্জের ২ যুবক নিহত জয়নগর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের লুন্ঠনকৃত ১৩টি ল্যাপটপ ফেরত দেয়া হয়েছে

নবীগঞ্জে অবাধ্য কন্যা সন্তানকে কোর্টের মাধ্যমে পিতা-মাতার তেজ্য

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর গ্রামের রহিম উল্লার পুত্র ধনাই মিয়া তিনি তার অবাধ্য কন্যা সন্তান মোছা: রিমা বেগম (২০), কে তেজ্য করতে বাধ্য হন। তিনির মান ইজ্জত রক্ষার জন্য কোর্টের মাধ্যমে নোটারী পাবলিক করিয়া এভিডেভিট এর মাধ্যমে তেজ্য ঘোষণা দেন। এভিডেভিটে তিনি উল্লেখ করেন, ধর্মতঃ প্রতিজ্ঞা পূর্বক অত্র এফিডেভিটের মাধ্যমে ঘোষণা করিতেছি যে, আমার ঔরষজাত মোট ২ টি ছেলে ও ১ টি মেয়ে সন্তান রয়েছে। আমি তাদের খুব কষ্ট করে লালন পালন করে বড় করেছি। নিজে খেয়ে না খেয়ে যথাসাধ্য লেখাপড়া করার চেষ্টা করেছি। আমার ছেলে/মেয়েদের মধ্যে আমার একমাত্র মেয়ে মোছাঃ রিমা বেগম, সে অত্যান্ত বেপোরোয়া উশৃংখল। সে আমার অবাধ্য হয়ে বেপরোয়া চলাফেরা করে, আমার আদেশ উপদেশ কিছুই মান্য করে না। সে বেপরোয়া ভাবে চলা ফেরা করে এমনকি মেয়ে হয়ে ও আমাদের এলাকার খারাপ ছেলেদের সাথে চলাফেরা করে। আমি এহেন অবৈধ চলাফেরার জন্য বাধা প্রদান দিলে আমাকে হুমকি ধামকি দিয়া ভয়ভীতি দেখায়। যে আমার এবং আমার পরিবারের মান সম্মানের কথা চিন্তা ভাবনা করে না। তার অত্যাচারে আমরা একেবারে অতিষ্ট হয়ে পরেছি। অবশেষে আমি নিরুপায় হয়ে আমার জানমাল, ইজ্জত, রক্ষার জন্য ও সমাজে আমার মান সম্মান রক্ষার জন্য আমার ঔরসজাত মেয়ে মোছাঃ রিমা বেগম, (২০) পিতা ধনাই মিয়া, মাতা হনুফা বেগম, সাং দরবেশপুর, থানা নবীগঞ্জ জেলা হবিগঞ্জ এর সঙ্গে আমার এবং আমার পরিবারের সদস্যগনের সকল প্রকার সম্পর্ক চিরতরে ছিন্ন করিলাম। অর্থ্যাৎ ত্যাজ্য কন্যা হিসাবে ঘোষণা করিলাম। আজ থেকে আমার উক্ত মেয়ে মোছাঃ রিমা বেগম যদি কারো নিকট থেকে কোন টাকা পয়সা লেনদেন করে বা কর্জ গ্রহন করে, তাহলে সে নিজ দায়িত্বে বহন করিবে এবং তার কার্যকলাপের জন্য সে নিজেই দায়ী থাকিবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com