মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

শহরের যানজট নিরসন ও অটোরিক্সার ভাড়া নির্ধারনের লক্ষ্যে পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যানজট নিরসন ও অটোরিক্সার ভাড়া নির্ধারনের লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন মেয়র আতাউর রহমান সেলিম। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- হবিগঞ্জের বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, হবিগঞ্জ শহরের পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদ সমূহের জনপ্রতিনিধিবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। মতবিনিময় সভায় মেয়র আতাউর রহমান সেলিম বলেন ‘আমরা সকলের মতামত ও পরামর্শে হবিগঞ্জ শহরকে যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তোলতে চাই। শহরের অটোরিক্সাগুলোকে একটি শৃংখলার মধ্যে আনার জন্য পৌরসভার পক্ষ থেকে আমরা ইতিমধ্যে জরিপসহ নানা কার্যক্রম গুছিয়ে এনেছি। এখন সকলের মতামত ও পরামর্শে অটোরিক্সার পার্কিং ফি নাম্বার প্রদান ও পৌর এলাকার ভিতর ও বাইরের অটোরিক্সা শ্রমিকদের সংখ্যা ও ভাড়া নির্ধারনের নীতিমালা প্রনয়ন করা হবে।’ মেয়র বলেন ‘আমরা সকলের আন্তরিক প্রচেষ্টায় হবিগঞ্জ শহরকে যানজটমুক্ত শহরে পরিনত করতে চাই।’ সভায় বক্তারা বলেন ‘প্রকৃত অটোরিক্সা শ্রমিকদের যাতে নাম্বার প্রদান করা হয় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহন করতে হবে।’ তারা বলেন, ‘ভাড়া নির্ধারণের ক্ষেত্রে যাতে অটোরিক্সা শ্রমিকগন যাতে বঞ্চিত না হন এবং সাথে সাথে যাত্রী সাধারনের যাতে স্বাচ্ছ্যন্দ ভোগ করেন সে ব্যাপারে নীতিমালা নির্ধারন করতে হবে।’ সভায় বক্তব্য রাখেন- বাপা হবিগঞ্জের সভাপতি প্রফেসার ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ রাসেল চৌধুরী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সিনিয়র সহ-সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাংবাদিক শাহ ফখরুজ্জামান, ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকসের সভাপতি মোঃ শামছুল হুদা, অটোরিক্সা শ্রমিক সংগঠক পিযুষ চক্রবর্ত্তী, মার্চেন্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ, তেঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ মোতালিব, নিজামপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন, পইল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নিরঞ্জন দাশ, লুকড়া ইউপি সদস্য মোঃ আব্দুল খালেক মিয়া, হবিগঞ্জ দোকান কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ছালেক মিয়া প্রমুখ। পৌর কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন- মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, আলাউদ্দিন কদ্দুছ, প্রিয়াংকা সরকার, খালেদা জুয়েল ও শেখ সুমা জামান। সভায় অটোরিক্সার ব্যাপারে সাম্ভাব্যতা যাচাই পূর্ব বাস্তবসম্মত একটি প্রস্তাবনা তৈরী করে হবিগঞ্জ পৌরসভা মেয়র বরাবরে দাখিল করার জন্য হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী আহবায়ক করে একটি উপকমিটি গঠন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com