স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) নির্বাচিত হওয়ায় হবিগঞ্জের উন্নয়নের রূপকার ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। গত বুধবার (১৯জুন) জি কে গউছের বাসভবনে সাক্ষাত করে এই ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনিপর আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা, বিএনপি নেতা আমির হোসেন, মজিদুর রহমান মজিদ, ৯নং বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শেখ সাদিকুর রহমান শিশু, বয়াত উললা, শাহীদ আহমেদ তালুকদার, ফজলু মিয়া, আঃ রব চৌধুরী, ছাদিকুর রহমান ছাদিক, এস এম নজরুল ইসলাম, রাসেল আহমেদ, আহমদ খান, আঃ করিম, জামাল উদিন, মাহী চৌধুরী অলি, তৌহিদ চৌধুরী, এইছ আর হাবিব প্রমুখ।