স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চোরের আতংকে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। চোরের দল বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি বাজারে বিভিন্ন পণ্য চুরি করছে। তারা বাজারে দামি মাছ ইলিশসহ বিভিন্ন পণ্য চুরি করে। গত শুক্রবার রাতে সদর থানার ওসি অজয় চন্দ্র দেবের নির্দেশে এএসআই ফরহাদ আহমেদ চৌধুরী বাজারে অভিযান চালিয়ে সন্দেহজনক দুই চোরকে আটক করে। আটকরা হল উমেদনগর গ্রামের কদ্দুছ মিয়ার পুত্র অলিউর রহমান অলি (২০), একই গ্রামের নিমরাজ মিয়ার পুত্র শের আলী (২২)। তারা জিজ্ঞাসাবাদে বিভিন্ন চুরির কথা স্বীকার করে। গতকালই তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।