স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী দৌড়ের নৌকা বাইচ প্রতিযোগিতা। গতকাল শনিবার বিকেলে স্থানীয় শাখা বরাক নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর এই প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে হাজার হাজার নারী, পুরুষ, বৃদ্ধ, কিশোর-কিশোরী ভীড় করেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ৫টি নৌকা অংশ গ্রহন করে। এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার টঙ্গিঘাটের দৌড়ের নৌকা চ্যাম্পিয়ন হয়। আর রানার্সআপ হয় একই উপজেলার লামাপৈল এর নৌকা। নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে আয়োজক কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সেলিম মিয়া ও শেখ আলাউদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বানিয়াচং উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাশ, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী বদরুল আলম, প্রকৌশলী জাহেদুল ইসলাম, সাংবাদিক এসএম সুরুজ আলী। বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী আতাউর রহমান, নূরুল ইসলাম, ইউপি সদস্য ইউপি সদস্য নুরুল হক, ইউপি সদস্য অলি মিয়া, ইউপি সদস্য লিটন মিয়া, ইউপি সদস্য প্রণয় দাশ, ইউপি সদস্য আবুল কালাম, ইউনিয়ন যুবলীগ নেতা অসিত চৌধুরী সুমন, আহাদ মিয়া মেম্বার, বিশিষ্ট মুরুব্বী গিয়াছ উদ্দিন, তাইদুল ইসলাম, তাহির মিয়া, লিলু মিয়া, প্রবাসী এনামুল হক শিশু, ইতালী প্রবাসী আব্দুল হামিদ, শেখ জহুর আমিন, আহম্মদ হোসেন, কবির মিয়া, গিয়াছ উদ্দিন, সুবির দাস, নান্টু দাশ, আব্দুল হামিদ তুফান, প্রবাসী আব্দুল হক, সজল মিয়া, ছনর মিয়া, সোহেল মিয়া, নাসির উিদ্দিন, আশিকুর রহমান শিবলী, শুকুর আলী করম আলী প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন নৌকাকে একটি ফ্রিজ ও রানার্সআপ নৌকার মালিকের কাছে একটি টেলিভিশন তুলে দেন।