স্টাফ রিপোর্টার ॥ অল্পের জন্য ফায়ার সার্ভিসের মহানুভবতায় ড্রেনের মাঝে পড়ে যাওয়া গাভী মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে। তাদের এমন উদ্যোগে ফায়ার সার্ভিস কর্মীদের সাধুবাদ জানিয়েছেন। গতকাল শুক্রবার বেলা ৩টা দিকে শায়েস্তানগর খামার বাড়ি এলাকার ড্রেনে এ ঘটনা ঘটে। ওই এলাকার বেলাল মিয়ার একটি গাভী ঘাস খাওয়ার সময় ড্রেনে পড়ে গেলে আর উঠতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার করেন। এ সময় ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন মাংস ব্যবসায়ী মাসুক মিয়া। বর্তমানে গাভীটি সুস্থ আছে বলে জানা গেছে।