বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ গ্রেফতার খাদ্য সামগ্রী বিতরণকালে জিকে গউছ ॥ আওয়ামীলীগ সীমালঙ্গন করেছিল বলেই চরম ভরাডুবি হয়েছে ॥ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সরেজমিন তদন্ত না করেই আদালতে প্রতিবেদন ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা ফেরত না দিয়ে এক ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ লাখাইয়ে পুলিশ অভিযানে গাঁজাসহ ৩ আসামী গ্রেপ্তার কারাগারে থেকেও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আসামী হলেন ব্যবসায়ী আরেফিন রিয়াদ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত চা-বাগানে দুর্দিন ॥ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে মিরপুর সড়কে টমটম উল্টে শিশু নিহত সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৭তম প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্টিত চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক

বাউসা শাহ্ বাড়ি ফাউন্ডেশনের উদ্যোগে ৮ শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে নতুন শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিস বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের “শাহ্ বাড়ি ফাউন্ডেশন” এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৮ শতাধিক গরীব অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে নতুন শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিস বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাউসা শাহ বাড়ি প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এসব পরিবারের মাঝে বিতরণ করা হয়। শাহ বাড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট দানবীর আলহাজ্ব শাহ মোঃ ছালিক মিয়ার সভাপতিত্বে ও শাহ বাড়ি ফাউন্ডেশনের সদস্য শাহ লিমন আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেপু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী। অনুষ্ঠানে শুরুতেই উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেপু ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান শাহ বাড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শাহ মোঃ ছালিক মিয়া।
এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সালিশ বিচারক মোঃ কাওছার আহমদ, যুক্তরাজ্য প্রবাসী এখলাছ আহমদ, বাউসা নাদামপুর ওয়ার্ডের মেম্বার বাছিতুর রহমান চৌধুরী নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া। এতে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলী হাছান লিটন, বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোর্শেদ আলী সবুজ। এতে উপস্থিত ছিলেন- আলহাজ্ব শাহ মোঃ ছালিক মিয়ার পুত্র সন্তান জুবের শাহ, উপজেলা বিএনপি নেতা আব্দুর রুপ রুবেল, বাউসা হাফিজিয়া মাদরাসার সাবেক কোষাধ্যক্ষ মোঃ এখলাছ আহমদ, বাউসা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. শাহনুর হোসেন আজাদী, বাউসা হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল বশির, সহকারি শিক্ষক হাফেজ ফুরকান উদ্দিনসহ বাউসা গ্রামের মুরুব্বিয়ান ও যুব সমাজের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শাহ্ বাড়ির কৃতি সন্তান দানবীর আলহাজ্ব মোঃ শাহ ছালিক মিয়া যে কোন দুর্যোগ ও দুঃসময়ে মানুষের পাশে থেকে মানবতার হাত বাড়িয়ে এগিয়ে এসে কাজ করেন। উনার মতো সমাজ সেবক বিরল যিনি ব্যক্তিগত অর্থায়নে প্রতিবছর কয়েক লক্ষ টাকার খাদ্য সামগ্রী সহ দুটি ঈদে হতদরিদ্র পরিবারের মাঝে নতুন কাপড় দিয়ে আসছেন। সমাজের দানশীল ব্যক্তিদেরকে আমরা উৎসাহ উদ্দীপনা দিলে তারা মানবিক কাজে এগিয়ে আসবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com