নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই নবীগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নতুন দায়িত্ব হস্তান্তর করা হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- নবাগত নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান চৌধুরী সেফু, ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল জাহান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শেখ ছইফা রহমান কাকলী, মেয়র ছাবির আহমদ চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম মুর্শেদ, বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন (বীর প্রতীক), বীর মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, হাবিবুর রহমান হাবিব, শাহ রিয়াজ নাদির সুমন, শেখ ছাদিকুর রহমান শিশু, এমদাদুল হক চৌধুরী, ছুবা মিয়া, মোঃ নোমান হোসেন, রঙ্গলাল দাশ, প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক ও সময় পত্রিকার প্রকাশ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ, পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ ফয়জুল্লাহ, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, সমবায় কর্মকর্তা জিতেন্দ্র সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, আনসার ভিডিপি কর্মকর্তা ফাতেমা বেগম, এলজিইডি সহকারী প্রকৌশলী মোঃ আবু সাঈদ, বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সামাদুল হক চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের সুপাভাইজার মোঃ সোলায়মান, তথ্য আপা শারমিন আরা কলি, শিক্ষা কর্মকর্তা মোঃ রোমন মিয়া, ১১নং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া, পরিবার পরিকল্পনা সহকারী মনোরঞ্জন দাশ, মহিলা কাউন্সিলর পারুল আক্তার, ইউপি সদস্যা শামছুন্নাহার প্রমুখ। সভায় নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম.এ আহমদ আজাদের প্রস্তাবের প্রেক্ষিতে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপির শ্বশুড়ি ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া জাহিরের মমতাময়ী মা মেহেরুন্নেছার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহন করা হলে সর্ব সম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহন করা হয়। সভায় চুরি, ডাকাতি রোধ, মাদকমুক্ত নবীগঞ্জ গড়ে তুলতে কঠোর পদক্ষেপসহ নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে অবৈধভাবে পণ্যবাহী ট্রাক আটক করে যানজট সৃষ্টি করে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নবীগঞ্জের অস্থায়ী পশুর হাট গুলোকে পরিছন্ন রাখা, আইন শৃংখলা রক্ষায় সার্বক্ষনিক পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত হয়। কোন সড়ক বা মহাসড়কের মধ্যে পশুর হাট বসানো যাবেনা।