স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলার ৬৯টি ধর্মীয় প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়নের জন্য ৫৪ লাখ টাকা বরাদ্দের চেক বিতরণ করেছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গত সোমবার পৃথক অনুষ্ঠানে তিনি এ অনুদানের চেকগুলো বিতরণ করেন। এ বরাদ্দ ২০২৩-২০২৪ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন (টিআর) নির্বাচনী এলাকাভিত্তিক ৩য় পর্যায়ের। এ পর্যায়ে হবিগঞ্জ সদর উপজেলার ৫২টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৪৪ লাখ এবং শায়েস্তাগঞ্জ উপজেলায় ১৭টি প্রতিষ্ঠানে ১০ লাখ ২৪ হাজার টাকা বরাদ্দ দিলেন এমপি আবু জাহির। তিনি পৃথক চেক বিতরণ অনুষ্ঠানে সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিতের জন্য প্রতিষ্ঠানের প্রধান ও সরকারি কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন। এছাড়াও ধর্মীয় বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রার্থনা করতে তিনি আহবান জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন- শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন কুমার দে প্রমুখ।