স্টাফ রিপোর্টার ॥ মুজিব শতবর্ষের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে হবিগঞ্জ জেলাকে সম্পূর্ণভাবে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার মাধ্যমে জেলার ৩ হাজার ৩শ ৩৬টি পরিবারকে পুনর্বাসন করা হলো। মঙ্গলবার (১১ জুন) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা করেন। ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে হবিগঞ্জ জেলায় মোট ৩ হাজার ২শ ৮৬ ও পরে আরো ৫০টি ঘরসহ ৩ হাজার ৩শ ৩৬টি গৃহহীন পরিবারকে পুনর্বাসনের জন্য আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে গৃহ নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে আশ্রয়ণ প্রকল্পের ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গৃহ বরাদ্দ প্রদান করা হয়েছে। এর মাধ্যমে ১ম ধাপে হবিগঞ্জ জেলার ৩টি উপজেলা (বানিয়াচং, নবীগঞ্জ, চুনারুঘাট) গত ২২ মার্চ ২০২৩ সালে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়। ২য় ধাপে হবিগঞ্জ জেলার বাকি ৬টি উপজেলার মধ্যে আরও ৫টি উপজেলা (বাহবল, হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, লাখাই ও মাধবপুর) ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছিল। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এ জেলার অবশিষ্ট আজমিরীগঞ্জ উপজেলার বাকি ৬৬ টি ঘর গৃহহীন পরিবারের মাঝে বরাদ্দ প্রদানের মাধ্যমে হবিগঞ্জ জেলাকে সম্পূর্ণভাবে ভূমিহীনমুক্ত ঘোষণা করলেন। এছাড়া প্রধানমন্ত্রী সিআইসিট ব্যারাকের স্থলে সেমিপাকা একক গৃহ নির্মাণের আওতায় চুনারুঘাট উপজেলার পানছড়ি আশ্রয়ণ প্রকল্পের ৭১টি এবং হবিগঞ্জ সদর উপজেলার চর-হামুয়া আশ্রয়ণ প্রকল্পের ১০টি সেমিপাকা একক গৃহ উদ্বোধন করেছেন। এ উপলক্ষ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ভূমিহীনদের হাতে দলিল তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোছা: জিলুফা সুলাতানা, অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াংপা পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রঞ্জন চন্দ্র দে প্রমুখ।