নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার নহরপুর এলাকায় শাহজালাল (রাঃ) দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরের গতকাল মঙ্গলবার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার নহরপুর গ্রামের মৃত মোহাম্মদ দরছ মিয়ার পুত্র মোহাম্মদ ফিরোজ মিয়া মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরের লিখিত অভিযোগ করে জানান, তার পিতা মৃত মোহাম্মদ দরছ আলী ১৯৮৪ ইং তারিখে রেজিস্ট্রি দলিল মূলে উল্লেখিত মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। কিন্তু তার পিতার মৃত্যুর পর হইতে উল্লেখিত মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতি শুরু হয়। দুর্নীতি স্বজনপ্রীতি ও কৌশল অবলম্বন করে নিজ স্বার্থ হাসিল করে মাদ্রাসার তহবিল শূন্য করে আসছে কমিটিগুলো। বিগত ম্যানেজিং কমিটির সময়সীমা শেষ হলেও বর্তমান সভাপতি আবদাল করিম তার নিজ স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে নির্বাচন না দিয়ে তার খেয়াল খুশি মতো সদস্য মনোনীত করছেন। মাদ্রাসায় ৩০/৩২ গ্রামের ছাত্রছাত্রী লেখাপড়া করে। কিন্তু ছাত্র/ছাত্রীদের অভিভাবকদের না জানিয়ে মনগড়া ভাবে সদস্য নির্বাচন করে সভাপতি পদে নির্বাচিত হওয়ার প্রচেষ্টায় লিপ্ত রয়েছেন আবদাল করিম। মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে হলে কমপক্ষে এইচএসসি পাশ হওয়ার বিধান থাকলেও বর্তমান সভাপতি আব্দুল করিম মাত্র সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। যা সম্পূর্ণ বেআইনিভাবে ক্ষমতার জোরে সভাপতি হয়ে আছেন। পুনরায় সভাপতি হতে তার মনোনীত ব্যক্তিদেরকে সদস্য বানিয়েছেন। দরখাস্তকারী প্রতিষ্ঠাতার পুত্র হওয়া সত্ত্বেও তাকে কোন পদে রাখা হয়নি। তার ছেলে মেয়ে উল্লেখিত মাদ্রাসায় লেখাপড়া করছেন কিন্তু তাকে কোন প্রকার সদস্য করা হয়নি। তার দাবি তার পিতা ১৯৮৪ সালে ৩ ডিসেম্বর ৬৮২০ নং রেজিস্ট্রি দলিল মূলে জায়গা মাদ্রাসা নামে ওয়াফ করে দেন। তাই তিনি নিয়মতান্ত্রিকভাবে মাদ্রাসা পরিচালনা ও সুষ্ঠু ভোটার তালিকা তৈরি করে নির্বাচনের মাধ্যমে সভাপতিসহ সকল পদে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করার জন্য নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করেছেন।