নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ঘোলডুবা গ্রামের বাসিন্দা মৃত লয়লুছ মিয়ার পুত্র স্থানীয় ইউপি সদস্য জয়নাল মিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে চুরিসহ অপরাপর ধারায় নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার বিবরণে জানা যায়, উপজেলার কুর্শি ইউপির ঘোলডুবা গ্রামের মুজিবুর রহমান গাজীর পুত্র ইয়াসিন গাজী একই গ্রামের আল হেলালের মালিকানাধীন এগ্রো ফার্মে দীর্ঘদিন যাবত দেখা শুনার কাজ করে আসছেন। একই গ্রামের জয়নাল মিয়া মেম্বার ও নূর হোসেন, শুক্কুর মিয়া, তানিক মিয়া এবং তানিম মিয়া গংরা হেলাল মিয়ার ফিসারি থেকে মাছ ধরে নেয়ার চেষ্টা করে। এ সময় ইয়াসিন গাজী বাধাঁ দিলে তার সাথে উল্লেখিতদের বিরুদ্ধে দেখা দেয়। ঘটনার দিন ফিশারী সেচ মেশিন দ্বারা পানি সেচ দিয়ে রুই কাতলা মৃগেল কারপু, ঘাসকাপ ইত্যাদি জাতের মাছ ধরে সেগুলো নবীগঞ্জ মৎস্য আড়তে বিক্রি করে ১ লক্ষ ৮৪ হাজার ৩৩০ টাকা দুই রশিতে বিক্রি করে টাকা নিয়ে এগ্রো ফার্মে গেটের ভেতরে প্রবেশ করার সময় পূর্ব থেকে উৎ পেতে থাকা কয়েকজন ইয়াসীন গাজীর উপর হামলা চালায়। এ সময় সে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে ইয়াসিন গাজীকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। এ ব্যাপারে ঘটনার দিন মামলা দিলে পুলিশ তদন্ত করে ঘটনা সত্যতা পাওয়ায় সোমবার রাতে মামলা রুজু করে আসামি গ্রেপ্তার অভিযান চালায়।