শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে ১৩০ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে দেশের ৪৬৪ টি উপজেলা ও আজমিরীগঞ্জ উপজেলা সহ একযোগে শুভ উদ্বোধন ও ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক, ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক এডিসি মোঃ জাহিদুর রহমান, (শিক্ষা ও আইটিসি) বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন মিয়া। অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান মোঃ মিলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার রেফা, মৎস্য অফিসার সোহানুর রহমান, পিআইও সুবোধ মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিবুল হক, প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজা, ভূমি অফিসের নাজির বেলাল হোসেন। এ সময় ইউএনও জুয়েল ভৌমিক বলেন, মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের প্রকল্প গ্রহণ করা হয়। সে অনুযায়ী আজমিরীগঞ্জ উপজেলায় ইতিমধ্যে মোট ৪র্থ পর্যায় পর্যন্ত ২৮৩ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পূর্নবাসন করা হয়েছে। এ উপলক্ষে দেশের ৫২ টি জেলার ৪৬৪ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন পরিবার মুক্ত সংবাদ মাধ্যমে ঘোষনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।