শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির নতুন এডহক কমিটি অনুমোদন

  • আপডেট টাইম শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৭ সদস্য বিশিষ্ট জেলা শিল্পকলা একাডেমি হবিগঞ্জ এর নতুন এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৩.২০.০০০০.০১২.৩৬.০১১.২৩.৮৯২ (ক) সংখ্যক স্মারক পত্র মারফত এই কমিটি অনুমোদন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী কর্তৃক স্বাক্ষরিত পত্রটি গত ৩ জুন জেলা প্রশাসক হবিগঞ্জ এর নিকট প্রেরণ করা হয়। এতে জেলা প্রশাসক হবিগঞ্জকে আহবায়ক ও জেলা কালচারাল অফিসার হবিগঞ্জ-কে সদস্য সচিব মনোনীত করা হয়। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমি গঠনতন্ত্রের আলোকে জেলা প্রশাসক মনোনীত প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ মনোনীত সদস্য হিসেবে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন মেয়র ও সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ও হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জাহান আরা খাতুন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য বাদল কুমার রায় এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন-কে এডহক কমিটির সদস্য হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com