স্টাফ রিপোর্টার ॥ আজ চুনারুঘাট ও মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচন। আজ সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে দুই উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীগণ হচ্ছেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি এস. এফ. এ. এম শাহজাহান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন চৌধুরী ও সৈয়দ শাহ হাবিব উল্লাহ সূচন।
ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ, মোঃ আসাদুজ্জামান, ধীরা নায়েক, মোঃ এরশাদ আলী, মোঃ সোলাইমান ও সৈয়দ সামছুল আরেফিন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা তুজ-জহরা রিনা, আছমা আক্তার, জাহানারা বেগম ও সেলিনা আক্তার।
নির্বাচনে ৯৩টি কেন্দ্রে ২ লাখ ৭২ হাজার ৭৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
অপর দিকে চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীগণ হচ্ছে- সৈয়দ লিয়াকত হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, মোঃ রায়হান উদ্দিন, হাবিবুর রহমান জুয়েল ও লুৎফুর রহমান চৌধুরী।
ভাইস চেয়ারম্যান পদে মোঃ আজিজুল হক তালুকদার, মোঃ আব্দুল কাইয়ূম তরফদার, মোঃ কবির মিয়া খন্দকার, উজ্জল কুমার দাশ, মোঃ মুখলেছুর রহমান, মোঃ শাহজাহান মিয়া ও মোঃ লুৎফুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে খাইরুন আক্তার, আবিদা খাতুন, কাজী সাফিয়া আক্তার, পারুল আক্তার ও ইয়াসমিন আক্তার মুক্তা।
নির্বাচনে ৮৫টি কেন্দ্রে ২ লাখ ৪৮ হাজার ৯০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।