ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামে আলোচিত দুর্র্ধ্র্ষ ডাকাতির ঘটনায় সাদ্দাম হোসেন কাজল মিয়া (৪৮) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। পরে আদালতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার ঘটনা উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে কাজল মিয়া। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিফাত উল্ল্যাহর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় কাজল মিয়া। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন কাজল মিয়া (৪৮) মৌলভীবাজার সদর উপজেলার আতানগিরি গ্রামের আব্দুল আজিজের ছেলে। জানা যায়- গত (৯ মে) মধ্যরাতে উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামে ইয়াহিয়া আহমদ চৌধুরীর বাড়িতে ঘরের দরজা ভেঙে সঙ্ঘবদ্ধ ডাকাতদল ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন টর্চ লাইটসহ প্রায় ৯ লাখ ৮০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর অজ্ঞাতদের আসামী করে ইয়াহিয়া আহমদ চৌধুরী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেনের নির্দেশনায় তদন্ত কাজ শুরু করে নবীগঞ্জ থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের বিশেষ অভিযানে দুর্র্ধষ ডাকাত সাদ্দাম হোসেন কাজল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিফাত উল্ল্যাহর আদালতে দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামে ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ডাকাত সাদ্দাম হোসেন কাজল মিয়া। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন- গ্রেফতারকৃত দুর্র্ধষ ডাকাত সাদ্দাম হোসেন কাজল মিয়ার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ডাকাতি, চুরি হত্যা অস্ত্র মামলাসহ ১৫টি মামলা রয়েছে। এছাড়া ইতিপূর্বে কাজল ডাকাতির মামলায় সাজাভোগ করে বের হয়ে আবারও ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়ে। কাজলকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে কামারগাঁও গ্রামের ইয়াহিয়া আহমদ চৌধুরীর ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।