নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে প্রতিবছরের মতো হজ্বযাত্রীদের হজ্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ জুন সোমবার সকাল ১১ টায় পৌরসভার সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী। বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী। পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দীনের সঞ্চালনায় পবিত্র হজ্জ প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখেন- নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম খালিদ সাইফুল্লাহ খান, মাওলানা আব্দুল বাছিত, মাওলানা ছাদিকুল ইসলাম, মুফতি ফরমান তালুকদার, মাওলানা সুয়েব আহমদ প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়া, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ শহীদুল হকসহ পৌরসভার সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ও হজ্বযাত্রীবৃন্দ। উল্লেখ্য, নবীগঞ্জ পৌরসভা কর্তৃক হজ্বযাত্রা বিষয়ক ১ দিনের প্রশিক্ষণ কর্মশালায় নবীগঞ্জ উপজেলার হজ্বযাত্রীবৃন্দ অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে পৌরসভার পক্ষ থেকে হজ্বযাত্রীদের হজ্ব সংশ্লিষ্ট উপকরণাদি প্রদান করা হয়।