স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকা থেকে প্রায় ৪ হাজার কেজি পলিথিন জব্ধ করা হয়েছে। একই সাথে ৫০ হাজার টাকা নগদ অর্থ দণ্ড করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তি সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক এর নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এতে অংশ নেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হরিপদ চন্দ্র দাশ। তাদের সহযোগিতা করেন হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ। অভিযানকালে কিবরিয়া ব্রিজ সংলগ্ন একটি দোকান থেকে প্রায় ৪ হাজার কেজি পলিথিন জব্ধ করা হয়। এ সময় দোকান মালিককে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।