সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ ফিলিস্তিনে আগ্রাসনের বিরুদ্ধে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল বাহুবলে বিল ইজারা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক নবীগঞ্জে ঈদের জামাত পড়া নিয়ে বৃদ্ধ খুনের ঘটনায় আসামী গ্রেপ্তার পবিত্র ওমরা পালন শেষে আজ হবিগঞ্জ ফিরবেন জি কে গউছ নবীগঞ্জে মা’কে মারধর করে ঘর থেকে বের করে দিল পাষন্ড ছেলে হবিগঞ্জে বিজিবি’র পৃথক অভিযান ॥ ২৭ কেজি ভারতীয় গাঁজা সহ পিকআপ আটক নবীগঞ্জ পুলিশের অভিযানে ৩ পলাতক আসামী গ্রেপ্তার উমেদনগর টাইটেল মাদ্রাসার শাহী ঈদগাহে স্মরণকালের বড় ঈদ জামাত অনুষ্ঠিত নবীগঞ্জের বাউসী গ্রামে অস্ত্রধারী ডাকাত দলের হানা ॥ স্বর্ণালঙ্কারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট

মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার ভূমিকা ইতিহাসের অংশ’-নবীগঞ্জ পৌর মেয়র ছাবির চৌধুরী

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে অসহায়-দুঃস্থদের মাঝে শরনী বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজাস্থ দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মুক্তাদির চৌধুরী, উপজেলা বিএনপি নেতা মুর্শেদ আহমদ, ফুলকাছ মিয়া জিল্লুর নূর, মাওলানা শোয়েব আহমদ, পৌর বিএনপি নেতা সাইফুর রহমান মালিক, রফি মিয়া, নিতেশ দাশ, মুহিব খান, বাছিতুর রহমান রুহেল, হারুন মিয়া মেম্বার, ময়না মিয়া, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি আহাম্মদ ঠাকুর রানা, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, উপজেলা কৃষকদলের সদস্য সচিব সুহেল আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক দেবাশীষ দাশ গুপ্ত, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শামীম আহমদ, আল আমিন, ছাত্রদল নেতা হাবিব চৌধুরী। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা শোয়েব আহমদ। পরে নবীগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে গরীব অসহায় দুঃস্থদের মধ্যে শিরনী বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী বলেন- ‘জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও ুধামুক্ত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তিনিই জাতির সঙ্কটময় মুহূর্তে বারবার দাঁড়িয়েছিলেন নির্ভয়ে, মাথা উঁচু করে। বিপর্যস্ত জাতিকে রা করেছেন সর্বোচ্চ ঝুঁকি নিয়ে।’ মেয়র ছাবির বলেন- ‘১৯৭১ সালের উত্তাল মার্চে জিয়াউর রহমানের কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিশেহারা জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সাহস জুগিয়েছিল। স্বাধীনতার ঘোষণা দিয়েই তিনি কান্ত থাকেননি, দেশমাতৃকার মুক্তির জন্য হানাদারদের বিরুদ্ধে সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। স্বাধীনতা যুদ্ধে তার এ অতুলনীয় ভূমিকা ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে, তাই মুক্তিযুদ্ধে জিয়ার ভূমিকা ইতিহাসের অংশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com