স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও লাখাইয়ে ৩য় ধাপে উপজেলা নির্বাচন হবে। এদিকে শেষ দিনে বৃষ্টি উপেক্ষা করেও চালানো হয় প্রচারণা। তবে মধ্যরাত থেকে প্রচারণা বন্ধ থাকবে বলে জানা গেছে। এদিকে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আজ মঙ্গলবার বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী পৌঁছে যাবে। ২৯ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ভোটগ্রহণ হবে। আইন শৃংখলাবাহিনীর সদস্যের পাশাপাশি ম্যাজিস্ট্রেটরা নাশকতা এড়াতে মাঠে থাকবেন। হবিগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ৬ জন, শায়েস্তাগঞ্জে ৪ জন, লাখাইয়ে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও একাধিক পুরুষ ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে রির্টানিং অফিসার ও পুলিশ প্রশাসন বিভিন্ন উপজেলায় মতবিনিময় সভা করেছেন।