স্টাফ রিপোর্টার ॥ আধাঘন্টা বৃষ্টি হলে ৮-১০ ঘন্টা বিদ্যুত থাকে না হবিগঞ্জ শহরে। এ যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। অফিসে ফোন দিলে কেউ রিসিভ করে না। কোনো সময় যদিও রিসিভ করা হয় তবে বলা হয় শাহজীবাজারে ৩৩ কেভিতে সমস্যা হয়েছে। মেইন তারে গাছ পড়েছে। সময় লাগবে। এ আশার বাণী শুনিয়ে কেউ আর ফোন রিসিভ করেনা। গত শনিবার সন্ধ্যা ৬ টার দিকে হঠাৎ হবিগঞ্জ শহরের ওপর দিয়ে হালকা ঝড়-বৃষ্টি শুরু হয়। তাৎক্ষণিক বিদ্যুৎ চলে যায়। তবে মাত্র ৫ মিনিটের পর বৃষ্টি থেমে গেলেও ৫ ঘন্টার মধ্যে দেখা মিলেনি বিদ্যুতের। অবশেষে রাত ১১ টার দিকে বিদ্যুৎ আসে। আবার কোনো কোনো এলাকায় ১২টার পরে বিদ্যুত আসে। এদিকে শনিবার রাত ছাড়াও গতকাল রবিবার শহরের রাজনগর এতিমখানা সড়ক, শায়েস্তানগর ঈদগাহসহ বিভিন্ন এলাকায় কয়েক ঘন্টা বিদ্যুত ছিলোনা। ফলে গ্রাহকদের পোহাতে হয়েছে চরম দূর্ভোগ। বিদ্যুৎ না থাকায় ঠিকমতো গৃহস্থালি কাজ করতে গিয়ে চরম বিপাকে পড়তে হয়েছে। এ ছাড়াও মোটর দিয়ে পানি তুলতে সমস্যায় পড়তে হচ্ছে। পড়াশুনার গুরুত্বপূর্ণ সময় সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত। এই গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ না থাকায় চরম ঠিকমতো পড়াশুনা করা হয়নি। এছাড়া প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন তারা।