শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

স্কুল শিক্ষিকা বিরন রূপা দাসের অস্বাভাবিক মৃত্যুতে আইনজীবি ঐক্য পরিষদের প্রতিবাদ সভা

  • আপডেট টাইম রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ের স্কুল শিক্ষিকা বিরন রূপা দাসের অস্বাভাবিক মৃত্যুতে প্রতিবাদ সভা করেছে আইনজীবি ঐক্য পরিষদ। গত ২৩ মে জেলা এডভোকেট সমিতিতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিরন রূপা দাসের মৃত্যুতে দায়েরকৃত এজাহারভূক্ত আসামীগণকে অবিলম্বে গ্রেফতার করে তদন্তপূর্বক সংশ্লিষ্ট ব্যক্তিগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। ইতিপূর্বে হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ কর্তৃক এজাহারভূক্ত আসামীগণকে সংগঠন থেকে সাময়িক বহিস্কার করার জন্য এবং দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। একই সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকেও তাদেরকে বহিস্কারের দাবি জানানো হয়। আইনজীবি ঐক্য পরিষদ, হবিগঞ্জ এর আহ্বায়ক ও কেন্দ্রীয় আইনজীবি ঐক্য পরিষদের সহ-সভাপতি এডভোকেট সুধাংশু সূত্রধর এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি এডভোকেট অহীন্দ্র কুমার দত্ত চৌধুরী, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, আইনজীবি ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এডভোকেট প্রসেনজিৎ দে, এডভোকেট রনজিৎ কুমার দত্ত, এডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস, এডভোকেট মানবেন্দ্র কুমার দাস, এডভোকেট প্রবাল কুমার মোদক, গণতান্ত্রিক আইনজীবি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মুরলীধর দাস, হবিগঞ্জ জেলার আহ্বায়ক এডভোকেট রনধীন দাস প্রমুখ। সভা পরিচালনা করেন এডভোকেট জন্টু চন্দ্র দেব। সভায় উপস্থিত ছিলেন- এডঃ শ্যামল কুমার চৌধুরী, এডঃ সুশীতল চন্দ্র দেব, এডঃ তমাল কুমার বিশ্বাস, এডঃ শ্যামল কান্তি দাশ, এডঃ দ্বীপেশ চন্দ্র দাশ, এডঃ মিহির কান্তি কর্মকার, এডঃ দেবাঞ্জন ভট্টাচার্য্য, এডঃ মনোজিৎ লাল দাশ, এডঃ সুপ্রিয়া রানী রায়, এডঃ দেবাংশু দাশগুপ্ত, এডঃ রাজীব কুমার দে তাপস, এডঃ নীলাদ্রী শেখর পুরকায়স্থ, এডঃ রাজগোপাল দাস চৌধুরী, এডঃ শিপন কুমার পাল, এডঃ মনমোহন দেবনাথ, এডঃ নরেশ চন্দ্র পাল, এডঃ নারদ চন্দ্র গোপ, এডঃ তুষার দেব, এডঃ রূপক চৌধুরী, এডঃ তুষার কান্তি মোদক, এডঃ প্রসেনজিৎ সরকার, এডঃ মনি রানী দাশ, এডঃ বিজন বিহারী দাস, এডঃ জয়ন্ত কুমার দেব, এডঃ অজিত কুমার বিশ্বাস, এডঃ দেবাশীষ পাল চৌধুরী, এডঃ দ্বীপেশ চন্দ্র পাল, এডঃ কনক কান্তি পোদ্দার, এডঃ শুক্লা রানী বিশ্বাস, এডঃ দীপক কুমার দাস ও এডঃ শশাঙ্ক দত্ত প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com