স্টাফ রিপোর্টার ॥ গত দুইদিন ধরে পঞ্চাশোর্ধ্ব এক অজ্ঞাত মহিলা সদর হাসপাতালে পড়ে আছে। অজ্ঞাত হওয়ায় ওষুধতো দূরের কথা কেউ এগিয়ে আসেনি দেখতেও। তবে হাসপাতালের সমাজসেবাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থাকলেও তারাও নিরব। অনেকের ধারণা বিনা চিকিৎসায় আর অনাহারে ওই নারী মারা যেতে পারেন। জানা যায়, গত শুক্রবার কে বা কারা রাস্তার পাশ থেকে ওই নারী এনে মহিলা ওয়ার্ডে ভর্তি করে। মেঝেতে পড়ে আছে। গতকাল রাত ১০টায় হাসপাতালে গিয়ে এ দৃশ্য দেখা যায়।