মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া কৃষিব্যাংক শাখার মাঠকর্মী রফিকুল ইসলামের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকে এলাকায় জমির দালালী সহ অফিস চলাকালীন লোকজনকে নিয়ে আদালতপাড়া চষে বেড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে একই উপজেলার হরিতলা গ্রামের নবীর হোসেনের পুত্র মোস্তাক আহম্মেদ হবিগঞ্জ কৃষিব্যাংকের ডিজিএম বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, কৃষি ব্যাংকের মাঠকর্মী রফিকুল ইসলাম মাধবপুর এলাকার বিভিন্ন বহুজাতিক কোম্পানীর ক্রয়কৃত ৩০/৪০ বছর পূর্বের জমির পুরনো বিক্রির উপর এস.এ রেকর্ডের ওয়ারিশানদের খোঁজে বের করে তাদের দিয়ে কোম্পানীর মালিকদের উপর মামলা করে ফায়দা লুঠার চেষ্টা করে আসছেন। আর এ অপকর্ম বাস্তবায়নে রফিক ব্যাংকের কর্মস্থল ফাঁকি দিয়ে সারাদিন চষে বেড়ান মাধবপুর সেটেলমেন্ট অফিস, এসিল্যান্ড অফিস, সাবরেজিষ্ট্রি অফিস সহ হবিগঞ্জের আদালত পাড়ায়। রফিকের এমন কার্যকলাপের বিষয়ে তেলিয়াপাড়া শাখা ব্যবস্থাপককে বিভিন্ন সময়ে অবগত করলেও তিনি এ বিষয়ে কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করেননি। উল্লেখ্য রফিকুল ইসলাম ও তার ছেলে ইমরুল কায়েস মাধবপুরের রতনপুর এলাকার চাঞ্চল্যকর ফেরদৌস হত্যা মামলার আসামী। তার ছেলে ইমরুল কায়েস কয়েক বছর পূর্বে র্যাবের হাতে অস্ত্রসহ ধরা পড়েছিল। পিতা পুত্র ভয় ও ভীতি প্রদর্শন করে বিভিন্ন লোকজনকে এস.এ রেকর্ডের ওয়ারিশান বানিয়ে এলাকায় নির্মিতব্য বহুজাতিক শিল্প প্রতিষ্টানের মালিক ও ব্যক্তি মালিকদের বিরুদ্ধে মামলা করে হয়রানী করছে। তার এহেন আচরণে এলাকায় যে কোন সময় বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী। কৃষিব্যাংকের মাঠকর্মী হয়েও এলাকায় নিজেকে রফিক ম্যানেজার হিসেবে পরিচয়দানকারী রফিকের বিরুদ্ধে কর্মস্থলে ফাঁকিসহ এলাকায় শান্তি শৃংখলা রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য কৃষি ব্যাংক ডিজিএমের নিকট আবেদন জানানো হয়।