স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ ও বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান ও সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ২২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। দ্বিতীয় দফার নির্বাচনে গত মঙ্গলবার তাদের এ ভরাডুবি হয়। নির্বাচনের চূড়ান্ত ফলাফল পর্যালোচনা করে এ চিত্র দেখা যায়।
নবীগঞ্জ উপজেলায় ৮ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৪ জনই জামানত হারিয়েছেন। তারা হচ্ছেন জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী (প্রাপ্ত ভোট ৩৩৭৬), উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুল (প্রাপ্ত ভোট ১৭০৪৭), শাহ আবুল খায়ের (প্রাপ্ত ভোট ১৯৫০) ও শেখ মোস্তফা কামাল (প্রাপ্ত ভোট ১৯০৫)। ভাইস চেয়ারম্যান পদে ৯ জনের মধ্যে জামানত হারিয়েছেন ৬ জন। তারা হচ্ছেন আব্দুল আলীম ইয়াছিনী, আলমগীর আহমেদ চৌধুরী সালমান, মুরাদ আহমদ, মোহাম্মদ অনর উদ্দিন, মো. হেলাল চৌধুরী ও রুবেল আল মামুন তালুকদার। এ উপজেলায় মোট ভোট পড়েছে ১ লাখ ১৪ হাজার ৬৮৭টি। জামানত ফেরত পেতে একজন প্রার্থীকে পেতে হয় ১৭ হাজার ২০৪ ভোট। বাহুবল উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জনের মধ্যে জামানত হারিয়েছেন ৪ জন। তারা হচ্ছেন বর্তমান চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান (প্রাপ্ত ভোট ২৬৯), সাবেক চেয়ারম্যান মো. আব্দুল কাদির চৌধুরী (প্রাপ্ত ভোট ৭৩৭৩), মো. আক্তারুজ্জামান (প্রাপ্ত ভোট ৫০৮৪) ও শেখ মো. ফিরোজ আলী মিয়া (প্রাপ্ত ভোট ৪৭৩)। ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৬ জন। তারা হচ্ছেন মোহাম্মদ আব্দুল মালেক মাদানী, মোা. নবী হোসেন মুড়ল, মো. শামীনুর রহমান, মো. সোহেল আহমেদ, শশাঙ্ক রঞ্জন দাশ ও সিরাজুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মধ্যে জামানত হারিয়েছেন ২ জন। তারা হচ্ছেন মোছা. আলফা বেগম ও মোছা. নিছফা আক্তার। এ উপজেলায় মোট ভোট পড়েছে ৫৮ হাজার ৭৬৪টি। জামানত ফেরত পেতে প্রার্থীদের কমপক্ষে ৮ হাজার ৮১৫ ভোট পেতে হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদিকুর রহমান জানান, নির্বাচনী আইন অনুযায়ী জামানত ফেরত পেতে প্রত্যেক প্রার্থীকে মোট কাস্টিং ভোটের ১৫ শতাংশ পেতে হয়। সে হিসেবে যদি কেউ তার কম ভোট পান তবে বিধি অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত হয়।