স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য, আজমিরিগঞ্জ উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং আজমিরিগঞ্জ পৌরসভার সাবেক পৌর প্রশাসক মোহাম্মদ গোলাম ফারুক গতকাল বিকাল সাড়ে ৪টা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজমিরীগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে গোলাম ফারুক পৌর প্রশাসক হিসেবে সততার সাথে দীর্ঘ বছর দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গোলাম ফারুকের মৃত্যুতে বিএনপি কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন ও সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন গভীর শোক প্রকাশ করেছেন এবং মহুমের আত্মা মাগফেরাত কামনা করেন। তারা মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।