স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল ২১ মে অনুষ্ঠিত নবীগঞ্জ-বাহুবল উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষতার দাবী জানানো হয়েছে। গ্রেটবৃটেন ইউকে এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান, হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল মুহিত রাসেল এ দাবী জানান। এক বিবৃতিতে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে মো. আব্দুল মুহিত রাসেল বলেন, ভোটারগণ যাতে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে সেই পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টরা নিশ্চিত করতে হবে। তিনি রাজনৈতিক সামাজিক সংগঠন ও সাংবাদিকদের নজর রাখার জন্য বিশেষ অনুরোধ করেন।