বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

বানিয়াচং উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২০ মে, ২০২৪
  • ৭৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৯ মে) হাসপাতালের সভাকক্ষে কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন রুয়েল এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সচিব ও হাসপাতালের ইউএইচ এন্ড এফপিও ডাক্তার শামীমা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- কমিটির সদস্য এসিল্যান্ড সাইফুল ইসলাম, কমিটির সদস্য ওসি দেলোয়ার হোসেনের প্রতিনিধি এসআই হানিফ, কমিটির সদস্য ও বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সল মিয়া, হাসপাতালের আরএমও ডাক্তার শাহনেওয়াজ, পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার নাজমুন নাহার জলি, ৩নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরফান উদ্দিন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজল চ্যটার্জীসহ কমিটির সকল সদস্যবৃন্দ।
সভার সভাপতি ও সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ রুয়েল হাসপাতালের সমস্যা সমূহ জানতে চাইলে ইউএইচ এন্ড এফপিও ডাক্তার শামীমা আক্তার বিশদভাবে উপস্থাপন করেন। পরে সংসদ সদস্য এসব লিখিত আকারে তাঁর কাছে জমা দিতে বলেন এবং মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সাথে আলাপ করে পর্যায়ক্রমে সকল সদস্য সমাধানের আশ্বাস দেন। সমস্যাগুলোর মধ্যে রয়েছে হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টারগুলোর দালালদের উপদ্রব বন্ধ করা, জনবল সংকট দূরীকরণ, নতুন এম্বুলেন্স আনা, বেহাত হওয়া ভূমি উদ্ধার, ঔষধ বিতরণে শৃঙ্খলা আনয়ন, নিরাপত্তা নিশ্চিত করণ ইত্যাদি। হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টারগুলোর দালালদের উপদ্রব বন্ধে এসিল্যান্ডকে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সংসদ সদস্য নির্দেশ দেন। বেহাত হওয়া হাসপাতালের ভূমি উদ্ধারের ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এসিল্যান্ডকে নির্দেশ দেন।
ঔষধ বিতরণের ব্যাপারে বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান বলেন, নির্দিষ্ট কিছু এলাকার লোকজন প্রতিনিয়ত হাসপাতালের বহিঃবিভাগ থেকে ৫ টাকার টিকেট কিনে শত শত টাকার ঔষধ সংগ্রহ করেন। এতে মাসের অর্ধেক সময় অতিবাহিত হতে না হতেই হাসপাতালে ঔষধ সংকট দেখা দেয়। বহিঃবিভাগে যারা রোগী দেখেন তারা রোগীদের কথামতো ঔষধ দিয়ে থাকেন। রোগীদের মুখ থেকে তাদের সমস্যা শুনে রোগ নির্ণয় করে প্রয়োজনীয় ঔষধ প্রদান করতে হবে, রোগীদের কথামতো ঢালাওভাবে ঔষধ দেয়া যাবেনা।
এছাড়া হাসপাতালে ডাক্তার, নার্সসহ জনবল সংকট দূরীকরণে মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সাথে আলাপ করবেন বলে সভায় অবহিত করেন সংসদ সদস্য। তিনি হাসপাতালে রোগীদের খাবারের মান বৃদ্ধির জন্যও খাবার সরবরাহকারী ঠিকাদারকে নির্দেশ দেন। সভার শুরুতে মাননীয় সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ রুয়েলকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ইউএইচ এন্ড এফপিও ডাক্তার শামীমা আক্তারসহ সকল সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com