মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভার নিজস্ব ভবন তৈরী করার জন্য ৬০ শতাংশ ভূমি রেজিস্ট্রেমূলে দান করেছে উপজেলা পরিষদ। গতকাল মঙ্গলবার দুপুরে আনুষ্টানিকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ এস.এফ.এ.এম শাহজাহান পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহার হাতে দলিল হস্তান্তর করেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ এস.এফ.এ.এম শাহজাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান এড.সুফিয়া আকতার হেলেন, সাব রেজিষ্ট্রার, ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, আতিকুর রহমান আতিক, সাহাবউদ্দিন আহম্মদ, খাইরুল হোসাইন মনু, মাহবুবুর রহমান সোহাগ, মোঃ আলাউদ্দিন, সৈয়দ মোঃ আলমগীর, পারভেজ চৌধুরী, মীর খুরশেদ আলম, সামসুল ইসলাম মামুন, প্রেস ক্লাবের সভাপতি মোঃ আলাউদ্দিন আল রনি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পঃপঃ কর্মকর্তা আকিবউদ্দিন, ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার শহিদুল ইসলাম, পৌর সচিব মোঃ ফারুক, কাউন্সিলর গোলাপ খান, আবুল বাশার প্রমূখ। উল্লখ্য যে ১৯৯৭ সালের ৩ আগষ্ট মাধবপুর পৌরসভা গঠিত হওয়ার পর থেকে উপজেলার পুরাতন আদালত ভবনে অস্থায়ী কার্যালয় স্থাপন করে কার্যক্রম চালিয়ে আসছে।