শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

লন্ডনস্থ ক্যামডেন কাউন্সিলের মেয়র নিযুক্ত হয়েছে হবিগঞ্জের সমতা খাতুন

  • আপডেট টাইম রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ জি.এস. ব্রাদার্স সিএনজি এন্ড এলপিজি ফিলিং স্টেশন এর ব্যবস্থাপনা পরিচালক এবং যুক্তরাজ্যের চুনারুঘাট সমিতির সভাপতি মোঃ গাজীউর রহমান (গাজী) এর ছোট বোন সমতা খাতুন ক্যামডেন কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন। সমতা খাতুন চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের মরহুম হাজী আলী আসকর জমাদারের মেয়ে। তিনি বানিয়াচঙ্গের ঐতিহ্যবাহী সাগরদীঘি পশ্চিম পাড় খান বাড়ির দানবীর “ছিদ্দিক হোসেন খান ফাউন্ডেশন” এর চেয়ারম্যান সাজ্জাদ হোসেন খান টিপুর সহধর্মিনী। সাবেক মন্ত্রী সিরাজুল হোসেন খানের ভাতিজা সাজ্জাদ হোসেন খান ইংল্যান্ডের একজন সফল ব্যবসায়ী, সমাজসেবক ও কমিউনিটির প্রিয়মুখ।
হবিগঞ্জ জেলা তথা বাংলাদেশের গর্ব সমতা খাতুন গত ১৪ বছর ধরে ক্যামডেনের বরো সামারস টাউন নির্বাচনী এলাকার ৪ বার কাউন্সিলর নির্বাচিত হয়ে সফলতা সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সমতা খাতুন ইতিপূর্বে ক্যামডেন কাউন্সিলের একবার ডেপুটি হুইপ, একবার হাউজিং চেয়ার, একবার ডেপুটি মেয়র এর দায়িত্ব পালন করেন। বর্তমানে ২০২৪-২০২৫ সালের জন্য মেয়র পদে নিযুক্ত হন।
সমতা খাতুন নিউ হরাইজন ইয়ুথ সেন্টারের ট্রাস্টি, সেন্ট প্যানক্রাস ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি, এডিথ নেভিল প্রাইমারি স্কুলের প্যারেন্ট গভর্নর, বাংলা শূরের কোষাধ্যক্ষ এবং চুনারুঘাট অ্যাসোসিয়েশনের মহিলা অফিসারসহ ক্যামডেনে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী ভূমিকা পালন করেছেন। তিনি বর্তমানে ওয়ার্কিং মেনস কলেজের গভর্নর এর দায়িত্বে রয়েছেন। সমতা খাতুন মেয়র নিযুক্ত হওয়ায় এই শায়েস্তাগঞ্জ জি.এস. ব্রাদার্স সিএনজি এন্ড এলপিজি ফিলিং স্টেশন এর পক্ষ থেকে প্রান ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এক অভিনন্দন বার্তায় জি.এস. ব্রাদার্স পরিবার তার এ সফল্যে গর্বিত এবং উনার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। সমতা খাতুন লন্ডনের ক্যামডেন শহরে স্বামীসহ দুই ছেলে ও এক মেয়ে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com