স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় ধান কাটার আধুনিক যন্ত্র কম্বাইন হারভেস্টার বিতরণ করেছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কৃষিযন্ত্রের চাবি হস্তান্তর করেন। উপকারভোগী ব্যক্তি সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের বাসিন্দা।
চাবি হস্তান্তরের সময় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন, সরকার ৩০ লাখ টাকার কৃষিযন্ত্র ৭০ শতাংশ ভর্তুকিতে দিচ্ছে- যেন কৃষকরা তাদের ধান সফলভাবে ঘরে তুলতে পারেন। এক্ষেত্রে কোনভাবেই যন্ত্রটি অন্যত্র বিক্রি করা যাবে না। সাধারণ কৃষকদের দোরগোড়ায় এই প্রণোদনার সুফল পৌঁছে দিতে হবে।
এ সময় হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রঞ্জন চন্দ্র দে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মঞ্জুরুল আরেফীন সবুজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এমপি আবু জাহির এর মাধ্যমে হবিগঞ্জ সদর উপজেলার চলতি মৌসুমে ৭টি কম্বাইন হারভেস্টার এসেছে। ফলে কৃষকরা সঠিক সময়ে তাদের ধান ঘরে তুলতে পেরেছেন; পাশাপাশি ধান কাটার শ্রমিক সংকটের মুখোমুখি হতে হয়নি।