নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের সৈয়দপুর বাজারে বিকাশ দোকানে হামলা চালিয়ে দোকান মালিককে মারপিট করে টাকা পয়সা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর বাজারে মরহুম সৈয়দ সঞ্জব আলীর মালিকানাধীন সৈয়দ মার্কেটের তামান্না ভেরাইটিজ ষ্টোরে উমর গ্রামের আব্দুর রশিদের ছেলে নুরুল মিয়া সিগারেট বাকি নেয়। সিগারেটের টাকা চাইলে তাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় রিপন মিয়ার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
রিপন মিয়ার অভিযোগ হামলার সময় তার দোকান থেকে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায় প্রতিপক্ষ।