লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় পিলখানা হাওড়ে মাটি চাপা অবস্থায় উদ্ধার কৃতঃ মরদেহের পরিচয় মিলছে। গত শনিবার পিলখানা হাওড়ে মাটি চাপা অবস্থায় অজ্ঞাত লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে যানা যায়, উদ্ধারকৃত মরদেহটি উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের মৃতঃ মোয়াজ্জেম হোসেনের পুত্র দলিল লিখক শাহ আমজাদ হোসেন নয়নের। মৃতের স্ত্রী ও পরিবারের লোকজন লাখাই থানায় গিয়ে নয়নের পরিহিত প্যান্ট, গেঞ্জি, কোমরের বেল্ট ও মরদেহের সাথে থাকা জিনিজ দেখা তার পরিচয় সনাক্ত করেন। বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, এ ব্যাপারে পুলিশ একটি মামলা দায়ের করেছে। দ্রুত মুল রহস্য উদঘাটন করতে পারবো বলে আশা করছি।