বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

হবিগঞ্জ গভঃ হাই স্কুলের বিতর্কমুক্ত এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি ঘোষণা

  • আপডেট টাইম সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ গভঃ হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বিতর্কমুক্ত, অংশগ্রহনমূলক, স্বতঃস্ফূর্ত ও সর্বজনীন এ্যালামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে স্কুলের প্রকৃত প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত জনাকীর্ণ আলোচনা সভায় ১৯৬৭ ব্যাচের শিক্ষার্থী মোঃ সজিব আলীকে আহবায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি স্কুলের প্রকৃত প্রাক্তন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে তাঁদেরকে এলামনাই এসোসিয়েশনে সম্পৃক্ত করবে। পাশাপাশি সংগঠনের খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করবে। সাধারন সভার মাধ্যমে গঠনতন্ত্র অনুমোদনের পর প্রকৃত প্রাক্তন শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে এলামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করবে। সভায় বক্তারা বলেন, গত ১২ এপ্রিল গুটিকয়েক প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতিতে যথাযথ প্রক্রিয়া অনুসরন না করেই হবিগঞ্জ গভঃ হাই স্কুলের একটি বিতর্কিত এ্যালামনাই কমিটি গঠিত হয়েছে। ১৪০ বছরের ঐতিহ্যবাহী হবিগঞ্জ গভঃ হাই স্কুলের এলামনাই এসোশিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠনে এমন তড়িঘড়ি বা লুকোচুরি কোনটিই কাম্য নয়। এ প্রেক্ষিতেই গভঃ হাই স্কুলের সংক্ষুব্ধ প্রাক্তন শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বিতর্কমুক্ত, অংশগ্রহনমূলক, স্বতঃস্ফূর্ত ও সর্বজনীন একটি এ্যালামনাই এসোসিয়েশন গঠনের উদ্যোগ গ্রহন করেছে। ঘোষিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- যুগ্ম আহবায়ক যথাক্রমে এডভোকেট মোঃ আবু জাহির মডেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিক আলী, বিশিষ্ট ব্যবসায়ী ত্রিদেব কান্তি চৌধুরী বাচ্চু, মীর জিয়াউল হক জিয়া, সাবেক কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, গোলাম রহমান বজলু, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সমশের আলম রুয়েল (ঢাকা), উত্তরা ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু মোঃ আব্দুর হান্নান (সিলেট), হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আতাউর রহমান রুমি, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ হাফিজুর রহমান, অ্যাডভোকেট দেওয়ান মিনহাজ গাজী (সিলেট), অ্যাডভোকেট প্রবাল কুমার মোদক, অ্যাডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু, জিয়াউল হাসান তরফদার মাহীন, লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের চার্টার প্রেসিডেন্ট অ্যাডভোকেট এসএম বজলুর রহমান, আলেয়া জাহির কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম দাশ, সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট একেএসএম মোজাম্মেল হক লিটন, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস অ্যাডভোকেট নীলাদ্রি শেখর পুরকায়স্থ টিটু, হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট রোকন উদ্দিন তালুকদার, বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মোস্তফা জয়িত (ঢাকা), বৃন্দাবন সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস নজরুল আজিজ জুনেদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ (সিলেট), যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট প্রদীপ দাশ সাগর। সদস্যরা হলেন- সাবেক কমিশনার মুকুল আচার্যী, গোলাম মোহিত, শামীম আহছান, নুরুল আহাদ চৌধুরী সেলিম, মোহাম্মদ দেওয়ান মিয়া, জুনায়েদ আহমদ চৌধুরী, মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ হারুন মিয়া, হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ কামরুল ইসলাম সেলিম, মোহাম্মদ নাসির উদ্দিন, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দীন সামছু, শুভময় বিশ্বাস বন্ধন, কমলাকান্ত দেব বিভু, একেএমএ হাদি, নির্মল সূত্রধর, দুলাল বণিক, মোঃ সাজিদুর রহমান সাজু, অ্যাডভোকেট এডভোকেট হাবিবুর রহমান সওদাগর, মোসাহিদ হোসেন, অ্যাডভোকেট মাসুদ করিম আখঞ্জী তাপস, অ্যাডভোকেট ইকবাল হোসেন ভূইয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম, সাংস্কৃতিক সংগঠক শাহ্ আলম চৌধুরী মিন্টু, এম এ সালাম দুলাল, হাফিজুর রহমান সওদাগর, কাজী সামছুল আলম, আব্দুল কাইয়ুম, ফজলুল হক, অ্যাডভোকেট তুষার মোদক, শেখ হাসিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ কান্তিপ্রিয় দাশ, বিদ্যুৎ কান্তি দাশ, অ্যাডভোকেট কনক জ্যোতি সেন রাজু, বিপ্লব কুমার দাশ, সৈয়দ আজহারুল হক বাকু, অ্যাডভোকেট দেবাংশু দাশগুপ্ত রাজু, বৃন্দাবন সরকারী কলেজের সহকারী অধ্যাপক হিমাংশু শেখর সূত্রধর, ক্রীড়া সংগঠক মহিউদ্দিন চৌধুরী পারভেজ, সৈয়দ আবু সালেহ, মিউচুয়্যাল ট্রস্ট ব্যাংকের ব্যবস্থাপক ইশতিয়াক আহমেদ তরফদার কল্লোল, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মাহবুবুর রহমান জাহান, অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন রবিন, সৈয়দ ইকবাল হোসেন, মহিউদ্দিন আহমেদ রাজু, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক অশোক দত্ত বাচ্চু, আকবর হোসেন মুন্না, ফুজায়েল আব্দুল্লাহ, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, আবুল কাশেম জুয়েল, মোঃ লুৎফুর রহমান, কাউসার আহমেদ রুমেল, হাফিজুল ইসলাম, মেজবাহ্ উদ্দিন আহমেদ, আবু জাহির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, অ্যাডভোকেট তুষার দেব, অ্যাডভোকেট রাফিউর রহমান চৌধুরী, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, আব্দুল মুহিত রিপন, সফিকুল আলম লিটন, অ্যাডভোকেট মাহফুজুর রহমান চৌধুরী খোকন, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডাঃ অনুজ কান্তি দাশ, শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ গোলাম মোঃ মঈন উদ্দিন সাঁকো, হবিগঞ্জ ডক্টরস ক্লাবের সাধারণ সম্পাদক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, মোঃ আলমগীর, অ্যাডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডাঃ আশিকুল মুহিত খান, পাভেল আহমেদ চৌধুরী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com