নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে উপজেলা ও পৌর বিএনপি। গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ শহরে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে । এসময় নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ শেষে পথসভায় নবীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মুক্তাদির চৌধুরী, আব্দুল বারিক রনি, সৌদি মক্কা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল খান, উপজেলা বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মোর্শেদ আহমদ, আবুল খায়ের কায়েদ, ফুলকাছ মিয়া, মাওলানা শোয়েব আহমদ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর বিএনপি নেতা সাইফুর রহমান মালিক, সরাজ মিয়া, ইসলাম উদ্দিন, উপজেলা শ্রমিকদের সহ-সভাপতি আহাম্মদ ঠাকুর, নবীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম উদ্দিন, হারুন মিয়া, বাউসা ইউনিয়ন বিএনপি নেতা সেলিম মিয়া, বাছিতুর রহমান রুহেল, আব্দুল হেকিম, দেবাশীষ দাশ গুপ্ত, আউশকান্দি ইউনিয়ন বিএনপি নেতা সাহেল আহমদ, সফিকুজ্জামান রুহেল, দেবপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম বাচ্চু, কুর্শি ইউনিয়ন বিএনপি নেতা হাফিজুর রহমান, আনছার মিয়া, এনাম উদ্দিন, গজনাইপুর ইউনিয়ন বিএনপি নেতা ময়না মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সায়েদ আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু, শাহীন তালুকদার, শেখ শিপন, রাজন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল আমিন তালুকদার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান শামীম, সাহেল আহমদ, ছাত্রদল এইচ আর হাবীব চৌধুরী, রহিম আলী, শাফাউন চৌধুরী, সেলিম মিয়া প্রমুখ।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী বলেন- উপজেলা পরিষদ নির্বাচন বিএনপি বর্জন করেছে যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছে তারা মুনাফিক বেঈমান, ইতিমধ্যে তাদেরকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তিনি আরো বলেন, উপজেলা নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী নেই। তাই সর্বসাধারণকে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে উপজেলা নির্বাচন বর্জনের আহবান জানান তিনি।