মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের দায়ে আব্দুল আজিজকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করা হয়েছে। উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলনের জন্য বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সে উপজেলার এক্তিয়ারপুর গ্রামের নওশাদ মিয়ার ছেলে সাবেক মেম্বার আঃ আজিজ। গতকাল শুক্রবার বিকাল ৫ টার দিকে মাধবপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত বিন বিন কুতুব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।