স্টাফ রিপোর্টার ॥ ৬ষ্ট উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও জনগণের নিকট গ্রহণযোগ্য করার লক্ষ্যে হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলার জন্য রিটার্নিং অফিসারের নেতৃত্বে ডিজিল্যান্স অবজারভেশন টিম গঠন করা হয়েছে। গত ৭ মে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট ও রিটার্নিং অফিসার লাখাই, হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ মোঃ জাহাঙ্গীর আলম রকিব স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। সিলেট অঞ্চলের রিটার্নিং অফিসার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক, মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ জেলা ইউনিট, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু হাসিব খান পাবেল চৌধুরী, জেলা নির্বাচন অফিসের নির্বাচন কর্মকর্তা, লাখাই’র সহকারি রিটার্নিং অফিসারের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়।