বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ গ্রেফতার খাদ্য সামগ্রী বিতরণকালে জিকে গউছ ॥ আওয়ামীলীগ সীমালঙ্গন করেছিল বলেই চরম ভরাডুবি হয়েছে ॥ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সরেজমিন তদন্ত না করেই আদালতে প্রতিবেদন ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা ফেরত না দিয়ে এক ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ লাখাইয়ে পুলিশ অভিযানে গাঁজাসহ ৩ আসামী গ্রেপ্তার কারাগারে থেকেও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আসামী হলেন ব্যবসায়ী আরেফিন রিয়াদ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত চা-বাগানে দুর্দিন ॥ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে মিরপুর সড়কে টমটম উল্টে শিশু নিহত সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৭তম প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্টিত চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক

আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আজ ॥ ৪৩টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৩টি

  • আপডেট টাইম বুধবার, ৮ মে, ২০২৪
  • ৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আজ বুধবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোপন ব্যালটে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত সোমবার (৬ মে) দিবাগত মধ্য রাত থেকে বন্ধ রয়েছে নির্বাচনী প্রচারণাও। গতকাল মঙ্গলবার বিকেলের মধ্যে ৪৩টি কেন্দ্রে ভোটের ব্যালট, বাক্স ও সীলসহ সকল নির্বাচনী সরঞ্জাম পৌছে যাবে। ৪৩টি কেন্দ্রের মধ্যে ২৩টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯৪ হাজার ৪৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৪৮ হাজার ৭২৫ জন ও নারী ভোটার রয়েছেন ৪৭ হাজার ৩০২ জন। নির্বাচনে দায়িত্ব পালন করবে পুলিশ ও আনসার সদস্যরা। এছাড়াও ৪ প্লাটুন বিজিবি ও ২ প্লাটুন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। আজমিরীগঞ্জ উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান মর্তুজা হাসান (আনারস), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকবর হোসেন (ঘোড়া), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন মিয়া (কাপ-পিরিচ), শিবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার (মাছ), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ লোকমান মিয়া (দোয়াত-কলম) ও ডাঃ রেজাউল করিম (মোটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ (বই), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাজাহান মিয়া (টিয়া পাখি), উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহিদ হাসান জীবন (চশমা), উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেন মিলু (তালা), কালীপদ পাল (টিউবওয়েল), আব্দুল জলীল (বৈদ্যুতিক বাল্ব) ও পল্লী চিকিৎসক ডাঃ হারুনুর রশীদ পেয়েছেন (মাইক)।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার (প্রজাপতি), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এড. রোকসানা আক্তার শিখা (হাঁস) ও মাহমুদা আক্তার রেফা (ফুটবল)। একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলাটিতে মোট ভোটার সংখ্যা ৯৪ হাজার ৪৮২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৮হাজার ৭২৫ জন ও নারী ভোটার ৪৭ হাজার ৩০২ জন।
হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান জানান, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে কাজ করবে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও যে কোন অপ্রতিকর ঘটনা এড়াতে ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে থাকবে ভ্রাম্যমান আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com